সুপার সাইক্লোন আমফানের ধাক্কায় নজিরবিহীন বিপর্যয়ের মুখে কলকাতা। এর মধ্যেই কলকাতা কর্পোরেশনের কমিশনার বদল করল নবান্ন। কলকাতার পুর কমিশনার ছিলেন খলিল আহমেদ। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় পুর কমিশনার করা হয়েছে আইএএস বিনোদ কুমারকে। শুক্রবার সন্ধেবেলা কলকাতার পুর কমিশনার বদলের নির্দেশিকা জারি করেছে নবান্ন।
শুক্রবার বিকেলেই পুরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, অন্তত সাতদিন সময় লাগবে মহানগরের স্বাভাবিক অবস্থা ফেরাতে। অনেকের মতে, পরিস্থিতি স্বাভাবিক করতেই কমিশনার বদলের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আয়লা, ফণী, বুলবুলের সময়েও এই রকম বিপর্যয়ের মুখে পড়তে হয়নি কলকাতাকে। আমফান আসার আগেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, নজিরবিহীন তাণ্ডবলীলা চলবে।
Be the first to comment