লকডাউন বাড়ানো নিয়ে কেন্দ্রকে কিছুই বলেনি রাজ্য, স্পষ্ট করল স্বরাষ্ট্র দফতর

Spread the love

লকডাউন এখনই প্রত্যাহার না করে আরও দুসপ্তাহের জন্যে বাড়াতে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা। বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই খবর প্রচারিত হয় বৃহস্পতিবার বিকেলে। কিন্তু খবরটি ভুল বলে উল্লেখ করে ট্যুইট করল রাজ্য স্বরাষ্ট্র দফতর।

ট্যুইটে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট করে জানাচ্ছে, ভুল খবর ছড়াচ্ছে। রাজ্য লকডাউন বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি, অনুরোধও করা হয়নি। রাজ্যের মুখ্যসচিব কোথাও এই বিষয়ে কোনও কথা বলেননি।’ প্রচারিত হয়, রাজ্য মনে করছে এখনই লকডাউন তুলে নিয়ে সংক্রমণ আরও বাড়তে পারে। প্রচারিত হয়, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা তাই ক্যাবিনেট সচিবের কাছে কন্টেইনমেন্ট জোন বাদে বাকি এলাকায় ধাপে ধাপে ও নিয়ন্ত্রিত ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার প্রস্তাব দেন। কিন্তু রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হল এমন কিছুই হয়নি।

দেশে করোনা পরিস্থিতি নিয়ে আজকের বৈঠকে আলোচনা করেন ক্যাবিনেট সচিব। দেশে সর্বত্রই হঠাৎ করে করোনা পজিটিভের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন রাজীব গৌবা। বিশেষত, পরিযায়ী শ্রমিক ও অন্যদের যাতায়াতের পরপরই যে এই সংখ্যাবৃদ্ধি পেয়েছে, তা নিয়ে জানান কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। এমন অবস্থায় করোনা পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে সব রাজ্যের মতামত জানতে চেয়েছেন তিনি। শনিবারের মধ্যে লিখিতভাবে তা রাজ্যগুলিকে জানাতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*