সপ্তাহ দু’দিন সম্পূর্ণ লকডাউন, নির্দেশিকা জারি করলো নবান্ন

Spread the love

গতকাল রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আপাতত সপ্তাহে দু’দিন সারা বাংলায় পুরোপুরি লকডাউন কার্যকর হবে। আজ সেই লকডাউনের গাইডলাইন প্রকাশ করল নবান্ন। 

কোন কোন জায়গা খোলা থাকবে তার তালিকা প্রকাশ করল নবান্ন।

১.স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যাবতীয় কিছু খোলা থাকবে। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্তদের যাতায়াতও স্বাভাবিক থাকবে।

২. ওষুধের দোকান খোলা থাকবে।

৩.থানা, আদালত, দমকলের দফতর লকডাউনের আওতায় পড়বে না।

৪. বিদ্যুৎ, জল ও সাফাই বিভাগে স্বাভাবিক কাজকর্ম চলবে।

৫. শিল্প কারখানাগুলি তাদের স্বাভাবিক কাজকর্ম চালু রাখতে পারবে। তবে নিজস্ব শ্রমিক দিয়ে সেই কাজ করতে হবে।

৬. কৃষিকাজ ও চা বাগানের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলবে।

৭. এক রাজ্য থেকে অন্য রাজ্য এবং রাজ্যের মধ্যে পণ্য পারিবহণের কাজ চলবে।

৮. ই কমার্স প্ল্যাটফর্মগুলি তাদের কাজ চালাতে পারে।

৯. প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া লকডাউনের আওতার মধ্যে থাকছে না।

১০. রান্না করা খাবারের হোম ডেলিভারি করা যাবে।

এছাড়াও বলা হয়েছে, কন্টেইনমেন্ট জোনে লকডাউন আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। মুখ্যসচিব জানিয়েছিলেন, বিভিন্ন স্তরের বিজ্ঞানী, চিকিৎসক ও বিশেষজ্ঞরা মনে করছেন বাংলার কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। সেই সংক্রমণের শৃঙ্খলে ‘সাডেন ব্রেক’ দিতেই সপ্তাহে দু’দিন লকডাউনের পরিকল্পনা করা হয়েছে।

দেখুন নির্দেশিকা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*