পুজোর আগেই বেহাল রাস্তাগুলির মেরামতের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিল নবান্ন ৷ ইতিমধ্যেই যে সমস্ত রাস্তার বেহাল দশা তার একটি তালিকাও তৈরি করা হয়েছে ৷ সেই অনুযায়ী সারাইয়ের কাজ করা হবে। পূর্ত দপ্তর এই কাজ করবে ৷
রাজ্যের বেশিরভাগ রাজ্য সড়কের অবস্থা খারাপ। খানাখন্দে ভরা ওই সব রাস্তার অবস্থা বর্ষার সময়ে আরও খারাপ হয়ে যায়। গাড়ি চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় চালকদের ৷ রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে ৷ এসব নিয়ে দীর্ঘদিন ধরেই জমা পড়ছিল অভিযোগ ৷ অবশেষে তৎপর হল রাজ্যের পূর্ত দপ্তর ৷ কোন কোন রাস্তার অবস্থা বেহাল, তা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তৈরি হয়েছে। পুজোর আগেই রাস্তা মেরামতের কাজ শেষ করতে উদ্যোগী হয়েছে নবান্ন।
সূত্রের খবর, রাজ্যের রাস্তাগুলির বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দ্রুত রাস্তা মেরামতের জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, দুর্গোৎসবের আগে রাজ্যের সমস্ত বেহাল রাস্তাগুলি সারাইয়ের ব্যবস্থা করতে হবে।
Be the first to comment