নাইট কারফিউ জারি না করলেও সংযতভাবে বর্ষবরণের আবেদন জানালো রাজ্য

Spread the love

কোরোনার নতুন স্ট্রেন নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তাই এই পরিস্থিতিতে বর্ষবরণ উদযাপন নিয়ে বাড়তি সতর্ক রাজ্য সরকার। করা হচ্ছে একগুচ্ছ পদক্ষেপ৷
বুধবার এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মাস্ক ছাড়া জনবহুল জায়গায় যাওয়া যাবে না। সরকারের তরফে স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় সরকার নাইট কারফিউয়ের কথা বললেও আপাতত সে পথে হাঁটছে না রাজ্য। ভিড় নিয়ন্ত্রণ এবং সকলের সাহায্যের জন্য ট্রাফিক বুথগুলি সহায়ক কেন্দ্র হিসেবে ব্যবহার হবে।

বর্ষবরণ উৎসবে বাড়তি জমায়েত করা যাবে না বলে ইতিমধ্যেই রায় দিয়েছে হাইকোর্ট। বিষয়টি নিয়ে আজ নবান্নে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যসচিব। কোরোনা পরিস্থিতিতে কীভাবে বর্ষবরণ উদযাপনে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া যায় তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে। কোরোনার নতুন স্ট্রেন নিয়ে রীতিমতো উদ্বেগপ্রকাশ করেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যসচিব। শান্ত, সংযত ও নিরাপদভাবে বর্ষবিদায় ও বর্ষবরণ করার জন্য আহ্বান জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে বর্ষবরণে শামিল হওয়ার পাশাপাশি সকলকে মাস্ক পরার কথা বলেছেন। তবে নাইট কারফিউের পথে হাঁটছে না রাজ্য ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*