সব দফতরে কর্মীদের ১০০ শতাংশ হাজিরার নির্দেশ নবান্নর

Spread the love

এবার সরকারি অফিসে প্রত্যেকটা দফতরে কর্মীদের ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দিল নবান্ন ৷ বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ সামনেই ভোট ৷ সেই কারণেই দফতরগুলির আধিকারিক ও কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমেই গুরুত্ব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেসরকারি অফিসগুলিকেও যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করার আর্জি জানিয়েছিলেন তিনি  করোনা সংক্রমণের মোকাবিলায় সরকারি কর্মচারীদের স্বাস্থ্যের কথা ভেবে নতুন করে গাইডলাইন জারি করেছিল রাজ্য সরকার ৷ বিভাগীয় প্রধানদের তৈরি ‘রোস্টার’ অনুযায়ী এতদিন ৫০ শতাংশ কর্মী নিয়েই কাজ কাজ চালাচ্ছিল দফতরগুলি। এবার ভোটের মুখে প্রতিটা দফতরে কর্মীদের ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করা হল ৷

উল্লেখ্য, গত বছরের ৮ জুন থেকে কর্মীদের ১০০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করে কলকাতা পুরসভা৷ তবে, সংক্রমণ রুখতে প্রতিটা সরকারি দফতরে গেটে হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানার রাখা হয়েছে। হাত স্যানিটাইজ করে দেহের তাপমাত্রা দেখে তবে কর্মীদের ঢোকানো হচ্ছে ভিতরে।

এদিকে, বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭০ হাজার ৫৮১ জন৷ মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ১৯৫ জনের৷ তবে মোট করোনামুক্ত হয়েছেন ৫ লক্ষ ৫৫ হাজার ১৯০ জন৷ তার ফলে রাজ্যে এই মূহুর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৫ হাজার ১৯৬ জন৷ বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত (COVID-19) হয়েছেন ২০১ জন ৷

রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের৷ মঙ্গলবার ছিল ৯ জন৷ সোমবার ছিল মাত্র ৬ জন৷ তারফলে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ১৯৫ জন৷ এদের মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ৩,০৭৮ জনের৷ আর উত্তর ২৪ পরগণার সংখ্যাটা ২,৪৮৩ জন৷

এদিকে, বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের টিকাকরণ। এনআরএস-সহ তিন সরকারি হাসপাতালে টিকাদান করা হয়। এ নিয়ে রাজ্য়ের স্বাস্থ্যকর্তারা বেশ খুশি। তাঁরা সকলে কোভ্যাক্সিন নিয়ে সুস্থ রয়েছেন বলে দাবি করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*