পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক।
আজ সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, শুক্রবার সরকারি দফতরের আআদিকারিক থেকে কর্মী সকলকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে, অন্যথায় কাটা যাবে বেতন। এমনকি এই দিনে কোনও ক্যাসুয়াল লিভ বা অর্ধদিবস ছুটিওনেওয়া যাবে না।
১১ মাস পরে আগামিকাল খুলছে রাজ্যের স্কুলগুলি। সেই নিয়ে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোনও ধর্মঘট মানা হবে না। নির্দেশ অনুযায়ী স্কুল খুলবে এই দিনেই।
Be the first to comment