একুশের ভোটকে মডেল নির্বাচন হিসেবে তুলে ধরতে কমিশনের পর এবার কড়া নবান্নও

Spread the love

রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এদিন জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দিলেন মুখ্যসচিব ও ডিজি।

তাঁদের স্পষ্ট বার্তা, “কোনও অ্যাকশন নেওয়ার জন্য উপরতলার নির্দেশের মুখাপেক্ষী হয়ে না থেকে বরং ‘রুল বুক’ মেনে আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নিন। ভোটের দিনে হিংসা, রাজ্যের ৫০ বছরের ট্র্যাডিশন এবার ভাঙুন।”

প্রসঙ্গত, নিয়ম মেনে ভোট করার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দিলেন মুখ্যসচিব ও ডিজি। সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিব ও ডিজি বলেন, “ভোট হবে ভোটের মতোই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এরাজ্যের ভোটে হিংসার ট্র্যাডিশন আছে। ৫০ বছরের ট্র্যাডিশন ভোটের দিনে হিংসা। এবার এই ট্র্যাডিশন ভাঙতে হবে। সেটা মাথায় রেখেই পরিকল্পনা করতে হবে। পাশাপাশি ছাপ্পা ভোটের নজিরও আছে। কমিশন এগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে। তাই অ্যাকশন নেওয়ার জন্য উপরতলার মুখাপেক্ষী হওয়ার কোনও প্রয়োজন নেই। রুল বুক মেনে অর্থাৎ আইন অনুযায়ী ব্যবস্থা নিন। আইনের চোখে সবাই সমান। তাই কাউকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*