১৩ এপ্রিল কোনো ভাবেই ছুটি নেওয়া যাবে না সরকারী কর্মী থেকে অফিসারদের। এমনকি ওইদিন অর্ধেক ছুটিও নেওয়া যাবে না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন কেউ ছুটি নিলে সেই কর্মী বা অফিসারের বেতন কাটার পাশাপাশি চাকরিজীবনে একদিন ছেদ পড়বে। উল্লেখ্য, ১৩ এপ্রিল বামেরা সকাল ৬ টা থেকে ১২ টা পর্যন্ত অর্থাৎ ৬ ঘন্টার বাংলা বনধ ডেকেছে। সেই বনধে সরকারী অফিস থেকে দফতর সচল রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হল।.
Be the first to comment