রফিকুল জামাদার (রিপোর্টার) –
আগামী ২৪ এপ্রিল রাজ্যের ৩ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোয়াস্কি। ওইদিন দুপুর ১২টায় বিদ্যুৎভবনে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর দুপুর তিনটে নাগাদ নবান্নে অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়াও কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করার ইচ্ছে প্রকাশ করেছেন পোল্যান্ডের রাষ্ট্রদূত। তবে পঞ্চায়েত নির্বাচনে ব্যস্ত থাকার কারণে কৃষিমন্ত্রীর হয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। কৃষি দফতরের সঙ্গে বৈঠক ওই দিন সকাল সাড়ে এগারোটার আগে অথবা দুপুর সাড়ে তিনটের পরে করার জন্য সময় চেয়েছেন অ্যাডাম বুরাকোয়াস্কি বলে নবান্ন সূত্রের খবর। উল্লেখ্য, চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পোল্যান্ডের সঙ্গে এ রাজ্যের খনি, বিদ্যুৎ সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগীতার জন্য মউ সাক্ষর হয়েছিল। সেই প্রস্তাবই বাস্তবায়নের জন্য পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ করতে পোল্যান্ডের রাষ্ট্রদূত এই বৈঠকে বসছেন।
Be the first to comment