সোমবার মন্ত্রী সভার বৈঠকে বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়। জমি কেনা-বেচায় যে মিউটেশন করা হয়, তা এরপর থেকে হবে অনলাইনে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই মিউটেশন অনেকসময় ঠিক টাইমে হতো না, মানুষ হ্যারাসমেন্টের সম্মুখীন হতেন। কেউ কেউ টাকা পয়সাও চাইতেন বলে সোনা যেত। আমাদের কাছে অভিযোগ এলে আমরা ব্যবস্থা নিতাম, কিন্তু আজ আমরা একটা বিপ্লবিক সিদ্ধান্ত নিলাম। মিউটেশনের জন্য এখন আর বিএলআরও অফিসে যাওয়ার দরকার নেই। অনলাইনেই তা হয়ে যাবে। ১২ লক্ষ মানুষ প্রতিবছর মিউটেশন করেন। তাদের ক্ষেত্রে এটা এক বিরাট সুবিধা।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মেদিনীপুর জেলায় বিশেষত খড়গপুরে বেশকিছু খাসজমিতে কিছু পরিবার বসবাস করছিলো। তাদের জমির অধিকার রেগুলারাইজ করা হল। এরকম মোট ১৬১৮ একর জমি আছে। রায়তি স্বত্ব দেওয়ার মাধ্যমে ১ লক্ষ মানুষ উপকৃত হবেন। একইভাবে আলিপুরদুয়ারেও বহুদিন ধরে চলা সমস্যার রেগুলারাইজ করে দিচ্ছে সরকার।
Be the first to comment