রাজ্যের কলেজের স্থায়ী শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অবসরের সময়সীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হয়েছে ৷ এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ১ জানুয়ারি ২০১৯ থেকেই ৷ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মতো এমনই নির্দেশ জারি করলো নবান্ন।
প্রসঙ্গত, সমস্ত সরকারি কলেজের স্থায়ী অধ্যাপক, অধ্যক্ষ, অশিক্ষক কর্মীদের অবসরের বয়সের উর্ধ্বসীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর পর্যন্ত করার কথা কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment