মমতার যাত্রাপথে জমায়েত রুখতে তৎপর নবান্ন

Spread the love

জয় শ্রীরাম স্লোগান শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রাপথে গাড়ি থেকে নেমে গেছেন একাধিকবার। তার জেরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই আশঙ্কায় মুখ্যমন্ত্রীর যাত্রাপথে অবাঞ্ছিত জমায়েত রুখতে পুলিশকে বিশেষ নির্দেশ দিলো নবান্ন। এবার থেকে মুখ্যমন্ত্রীর যাত্রাপথের উপর অনেক আগে থেকে নজরদারি চালানো হবে।

উল্লেখ্য, লোকসভা ভোট চলাকালীন প্রচারে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম স্লোগান দেয় কয়েকজন যুবক। সেজন্য তাদের গ্রেপ্তার করা হয়। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে জগদ্দলে। কিন্তু, এভাবে আচমকা গাড়ি থেকে নেমে যাওয়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলে মত তাঁর দায়িত্বে থাকা আধিকারিকদের। উদ্বেগ প্রকাশ করেছেন রাজ‍্য প্রশাসনের কর্তা-ব‍্যক্তিরাও। তাই এবার মুখ্যমন্ত্রীর যাত্রাপথকে ঘিরে বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দিল নবান্ন। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে অবাঞ্চিত জমায়েত যাতে না হয় সেজন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে যাবেন, সেই পথে আগে থেকে নজরদারি চালাবে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*