চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিল রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি CCTV লাগিয়ে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে। এনআরএসে জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেছিলেন আন্দোলন তুলে নেওয়ার বিষয়। সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিনিয়র ডাক্তাররা পদত্যাগ করেছেন।
জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি এসএসকেএমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের যেভাবে কড়া ভাযায় সতর্ক করেছেন তারও নিন্দা করেছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তাঁরা।
এরপর শুক্রবার নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার আশ্বাস দিল প্রশাসন। তবে, বিজ্ঞপ্তি জারির পর আন্দোলন উঠবে কি না তা এখনও স্পষ্ট নয়। জুনিয়র ডাক্তারদের তরফে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
Be the first to comment