আর্থিক দুর্নীতি নিয়ে আরও কড়া পদক্ষেপ নিলো নবান্ন, তৈরি হলো নতুন পদ

Spread the love

কাটমানি নিয়ে কড়া পুলিশি পদক্ষেপের সিদ্ধান্তের পর এবার বিষয়টি নিয়ে ডিল করতে নতুন পদ তৈরি করল রাজ্য সরকার। পদটি হল ইকনমিক অফেন্স উইং-এর ডেপুটি ডিরেক্টর। সেই পদে আনা হল আইপিএস তন্ময় রায়চৌধুরিকে। ডিপি সিং এর পর ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল তন্ময় রায়চৌধুরিকে। কিন্তু ভাটপাড়ায় ধারাবাহিক হিংসার জেরে দিন কয়েক আগে “টাফ অফিসার” হিসেবে পরিচিত মনোজ ভার্মাকে আনা হয় ব্যারাকপুরে। আর মনোজ কাজে যোগ দেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভাটপাড়া। সেই সময় রাজ্য সরকার নির্দেশিকা জারি করে, তন্ময় রায়চৌধুরিকে দেওয়া হয় DIG (CID) অপারেশনের দায়িত্ব। সেই পদে থাকা নিশাত পারভেজকে DIG বর্ধমান রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়।

তবে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়ে দিল, নিশাত ফিরছেন পুরোনো পদে। আর তন্ময়কে করা হচ্ছে ইকনমিক অফেন্স উইংয়োর ডেপুটি ডিরেক্টর। তবে নবান্ন সূত্রে খবর, কোনও সরকারি কর্মী বা জনপ্রতিনিধির বিরুদ্ধে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে ৪০৯ ধারায় মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। আইন বলছে, এই ধারায় মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*