বেলুড় ও দক্ষিণেশ্বর মিলিয়ে মোট ৭ টি ঘাট সংস্কারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলন করে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও।
এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারতো অনেক কথা বলে, এখানে উড়ে কেউ কেউ আসেন আবার উড়ে চলে যান। ওদের মন্ত্রী এখানে এসে বড় বড় কথা বলে গিয়েছেন। গঙ্গা ভাঙন রোধ করবেন, সংস্কার করবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেন না কাজ করে দেখান। তাই আজ মোট ৭ টি ঘাটের সংস্কারের জন্য মোট ৩৪ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছেন।
এই ৭ টি ঘাট হল-
১) দক্ষিণেশ্বরের পঞ্চবটি ঘাট
২) দক্ষিণেশ্বর ফেরি ঘাট
৩) চাঁদমনি ঘাট
৪) বেলুড়ের মায়ের ঘাট
৫) বেলুড়ের ১ নং ঘাট
৬) বেলুড়ের ২ নং ঘাট
৭) বেলুড়ের ফেরি ঘাট
এছাড়াও বেলুড়ে একটি বৈদ্যুতিক চুল্লী তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের মন্ত্রীসভার বৈঠকে।
Be the first to comment