আর্থিক তছরুপ নিয়ে তৈরী করা গ্রিভ্যান্স সেলের মাথায় এক আইএএস অফিসারকে বসালো নবান্ন

Spread the love

মাসানুর রহমান,

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি প্রকল্পে তছরুপ রুখতে আগেই গ্রিভ্যান্স সেল খোলা হয়েছিল। এ বার একজন আইএএস অফিসারকে বসানো হলো সেই সেলের মাথায়।নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আইএএস বরুণ কুমার রায়কে গ্রিভ্যান্স সেলের দেখভাল করতে নিয়োগ করা হল।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী দলীয় কাউন্সিলরদের বৈঠকে কাটমানি ফেরতের কথা বলার পরের দিনই বিক্ষোভ শুরু হয়েছিল বীরভূম জেলায় তারপর জলপাইগুড়ি, কলকাতা, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় প্রায় ছড়িয়ে পড়েছে। প্রথম যখন এই সংক্রান্ত গ্রিভ্যান্স সেল চালু হয়, তখন এর দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে। তারপরই এই জায়গায় একজন আইএএস অফিসারকে নিযুক্ত করার কথা জানালো নবান্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*