সরকারি চাকরি ও শিক্ষায় এবার ১০% সংরক্ষণের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। সরকারি চাকরি ও শিক্ষায় আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ১০% সংরক্ষণ অনুমোদন করেছে রাজ্য মন্ত্রীসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর সেই মতোই নির্দেশিকা জারি করলো সরকার ৷ তবে এসটি-এসসি-ওবিসি অর্থাৎ তফশিলী জাতির সুবিধা যাঁরা পান, তাঁরা এই সংরক্ষণের আওতায় থাকবেন না।
মুখ্যসচিবের জারি করা নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের আর্থিকভাবে দুর্বল নাগরিকরা এবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন ৷ তবে এই সংরক্ষণের আওতায় আসার জন্য রয়েছে বেশ কিছু শর্ত ৷
১. বছরে পারিবারিক আয় ৮ লক্ষ টাকার কম আয় হতে হবে।
২. ৫ একরের কম কৃষিজমি থাকতে হবে।
৩. শহরে ১০০০ স্কোয়ার ফুটের কম ফ্ল্যাট হতে হবে।
৪. ১০০ স্কোয়ার ইয়ার্ডের কম জমিতে বাড়ি হতে হবে।
পাশাপাশি এই সংরক্ষণের সুবিধা পেতে হলে জেলাশাসক, এসডিও, বিডিও-র শংসাপত্র প্রয়োজন ৷ সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার ৷
Be the first to comment