পুজোর সময় রাজ্যের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। বৃহস্পতিবার নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এই নির্দেশ দেন তিনি। পাশাপাশি বাতিল করেন জেলাশাসকদের ছুটিও।
ইতিমধ্যেই মালদা, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পুজোর মধ্যে জোরকদমে বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। ফলে গোটা বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন সহ তাঁর বিভিন্ন কর্মসূচিতে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কথা উল্লেখ করে চলেছেন। পুজোতে বৃষ্টি আনন্দ মাটি করতে পারে বলে আশঙ্কা করছেন।
বৃষ্টির পরিমান বেশি হলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া জেলাগুলোর অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন মমতা। সেই মতো বুধবার জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন মুখ্যসচিব রাজীব সিনহা।
শান্তিপূর্ণ ভাবে যাতে রাজ্যের মানুষ পুজোর আনন্দ উপভোগ করতে পারেন এবং প্রতিকূল আবহাওয়া যাতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া মানুষদের অন্তরায় হয়ে না দাঁড়ায় তার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার কথা বলেন। জেলা শাসক এবং বিডিওদের ছুটি বাতিল করে পুজোয় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব।
Be the first to comment