রোজভ্যালি মামলায় আবারও জোর তৎপরতা শুরু করলো সিবিআই। রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তে এবার নবান্নে হানা দিল সিবিআই। বুধবার দুপুরে নবান্নে গিয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি অর্থ দফতরের এক আধিকারিককেও এই মামলায় তলবও করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সূত্রের খবর, রোজভ্যালি মামলার বিভিন্ন নথি ও ফাইল পাঠানোর আর্জি জানিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, পুলিশের কাছে এই মামলার নথি ও ফাইল বার বার চেয়েও তা মেলেনি। ফাইল ও নথি চেয়ে রাজ্য পুলিশকে বারবার চিঠি পাঠানো হয়। কিন্তু রাজ্য পুলিশের তরফে কোনও সদুত্তর না মেলায় শেষ পর্যন্ত মুখ্যসচিবের দ্বারস্থ হলো সিবিআই।
অন্যদিকে, এই মামলায় রাজ্যের অর্থ দফতরের এক আধিকারিককেও তলব করেছে সিবিআই। জানা যাচ্ছে, আগামী ১৮ অক্টোবর ওই আধিকারিককে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে সিবিআই।
প্রসঙ্গত, সারদাকাণ্ডের তদন্তে রাজীব কুমারের সন্ধান পেতে নবান্নে গিয়েছিল সিবিআই দল। সে সময় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে চিঠি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। লোকসভা ভোটের পর সারদা-রোজভ্যালি মামলায় তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রোজভ্যালিকাণ্ডে নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারেরও। সারদা মামলার পাশাপাশি রোজভ্যালি মামলাতেও রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।
Be the first to comment