উন্নয়ন পর্ষদে নিয়োগ দুর্নীতি ঠেকাতে তৎপর রাজ্য, কর্মী নিয়োগ কমিশনের মাধ্যমে

Spread the love

ইঞ্জিনিয়ারের পর এবার উন্নয়ন পর্ষদ। দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকারের অধীন বিভিন্ন উন্নয়ন পর্ষদগুলিতে নিয়োগ-পদ্ধতি ঢেলে সাজানো হচ্ছে। ইঞ্জিনিয়ারদের মতোই এ ক্ষেত্রেও উন্নয়ন পর্ষদগুলিতে মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে এমন খবরই মিলেছে।

নবান্ন সূত্রে জানা গেছে, এইসব উন্নয়ন পর্ষদগুলিতে প্রয়োজনীয় পদের সংখ্যা পর্যালোচনা করে সেগুলির বিন্যাস থেকে শুরু করে যোগ্যতা মান নির্ণয় করে নিয়োগ পর্যন্ত যাবতীয় দায়িত্ব পালন করবে মিউনিসিপাল সার্ভিস কমিশন। গ্রুপ ডি নিয়োগের জন্য আলাদা নিয়োগ পর্ষদ থাকায় একমাত্র গ্রুপ ডি ছাড়া সমস্ত স্তরের কর্মী নিয়োগের দায়িত্ব তাদের হাতে থাকছে।

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন অঞ্চল ও জনগোষ্ঠীর উন্নয়নে প্রচুর উন্নয়ন পর্ষদ তৈরি করা হয়েছে। তবে সেগুলির পরিচালনার জন্য নির্দিষ্ট বিধি তৈরি করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে এতদিন ক্ষমতা ছিল পর্ষদের হাতেই। সেই কারণে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে। তেমন অভিযোগ যাতে আর না ওঠে সেটি নিশ্চিত করতে চাইছে নবান্ন। আর তাই নিয়োগের ভার দেওয়া হচ্ছে মিউনিসিপাল সার্ভিস কমিশনের হাতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*