নবান্নর উদ্যোগে সোমবার ঘরে ফিরছেন জম্মু-কাশ্মীরে কর্মরত এ রাজ্যের শ্রমিকরা ৷ কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ১ নভেম্বর রাতের ট্রেনে তাঁদের ফেরানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ আজ ঘরে ফিরছেন তাঁরা ৷ কলকাতা স্টেশনে দুপুর ৩.৪০ মিনিট নাগাদ পৌঁছানোর কথা তাঁদের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তাঁরা ৷
মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় পাঁচ শ্রমিকের ৷ তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন ৷ জীবিকার জন্য ভিনরাজ্যে কর্মরত এ রাজ্যের বহু শ্রমিক। কিন্তু কাশ্মীরে বারবার জঙ্গি হানার জেরে আতঙ্কিত তাঁরা। অনেকেই দ্রুত রাজ্যে ফিরতে চাইছেন।
নবান্ন সূত্রে খবর, আতঙ্কে যাঁরা কাশ্মীর ছেড়ে ফিরে আসতে চাইছেন তাঁদের ফেরাতে সব রকম সাহায্য করছে রাজ্য সরকার। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাশ্মীরে থাকা শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে জেলা প্রশাসনের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এর আগে কাশ্মীরে মৃত্যু হওয়া মুর্শিদাবাদের শ্রমিকদের বাড়ি যান ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারী ৷ রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে তুলে দেওয়া হয় ৷
এরপরই জম্মু-কাশ্মীরে কর্মরত শ্রমিকদের ঘরে ফেরানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী ৷ সেইমতো ২ উচ্চপদস্থ আধিকারিককে জম্মু-কাশ্মীর পাঠানো হয় ৷ ১৩১ জন শ্রমিক যাতে ঠিকঠাকভাবে রাজ্যে ফিরে আসতে পারে, তার সবরকম ব্যবস্থা করা হয়েছে৷ দু’দিন আগে ট্রেনে উঠেছেন তাঁরা।
Be the first to comment