শনিবার সকালে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুলবুলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলার জন্য নবান্নে আসে তারা। তাদের কাছে ২৩ হাজার ৮১১ কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব তুলে দিল নবান্ন। ৯ সদস্যের এই দলে রয়েছেন কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর ও পি সুমন, স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব কে বি সিং, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তরের সহ অধিকর্তা সুমিত আগরওয়াল এবং কৃষি ও কৃষক সহায়তা অধিকর্তা নরেন্দ্র কুমার।
নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। ৫ লাখ ১৭ হাজার ৫৩৫টি বাড়ি বিপর্যস্ত হয়েছে। ১৪ লাখ ৮৯ হাজার ৯২৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে ও তার ছিড়ে ক্ষতি হয়েছে ৫৯৭ কোটি। রাজ্য এখনও পর্যন্ত দুর্গতদের ৪ লাখ ৩৫ হাজার ত্রিপল দিয়েছে। জলের পাউচ দেওয়া হয়েছে ৬.২ লাখ।
বুলবুল নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, দুর্গতদের সবরকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র।
Be the first to comment