মহাত্মা গান্ধীর ১৫০ বছর জন্মদিনে একগুচ্ছ কর্মসূচী নিল রাজ্য সরকার

Spread the love

নবান্নে মুখ্যসচিব মলয় দে আজ জানান রাজ্য সরকার মহাত্মা গান্ধীর ১৫০ বছরের জন্মদিন পূর্ণ মর্যাদায় পালন করবে। সরকার এই বিষয়ে ১৮ই এপ্রিল একটি কমিটি তৈরী করেছে। কমিটি চেয়ারপার্সন হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কমিটিতে ৪৬জন সদস্য রাখা হয়েছে। এই কমিটির প্রথম মিটিং হল আজ ২৩শে এপ্রিল। রাজ্য সরকার বেলেঘাটায় গান্ধীভবনকে সম্পূর্ণরূপে অধিগ্রহণ করে তার যথাযথভাবে পূণনির্মাণ করবে। কমিটির সিদ্ধান্ত ২রা অক্টোবর ঐ ভবনে একটি গান্ধীজি বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান হবে। এর পাশাপাশি রাষ্ট্রীয় স্তরের অনুষ্ঠানও এখানে হবে। রাজ্য সরকার গান্ধীজির দর্শণকে এখনকার তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক বক্তৃতা, প্রবন্ধ প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করবে। ফাদার অব দ্য নেশনস্‌ শীর্ষক আলোচনাও হবে। গান্ধীজির দেশপ্রেম, তাঁর বিভিন্ন আদর্শ এবং বাণীকে আক করে প্রকাশ করা হবে। পূর্ব মেদিনীপুর যেহেতু স্বাধীনতার পীঠস্থান। তাই এখানে গান্ধীজির নামে হবে বিশ্ববিদ্যালয়। এছাড়াও প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগ আছে গান্ধীজি সচেতনতার বিষয়ে সেখানেও গান্ধীজিকে নিয়ে চর্চা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি চেয়ার গান্ধীজির নামে উৎসর্গ করে সেখানে গান্ধীজির জীবন ও বাণী নিয়ে পড়াশোনা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন তথ্য ও সংস্কৃতি সচিব বিবেক কুমার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যরা আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*