জীবাণুমুক্ত করতে আজ ফের বন্ধ নবান্ন

Spread the love

জীবাণুমুক্ত করার জন্য আজ বন্ধ থাকবে নবান্ন। শনি, রবিবার এমনিতেই বন্ধ থাকে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ৷ ফলে পরপর তিনদিন বন্ধ থাকতে চলেছে নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসেছেন। এমতাবস্থায় জীবাণুমুক্ত করার জন্য বন্ধ রাখা হল নবান্ন। বুধবার রাতে জারি করা হয় বিজ্ঞপ্তি। এর মধ্যেও অবশ্য রাজনৈতিক যোগসূত্র দেখতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ। এর আগে বিজেপির নবান্ন অভিযানের দিন জীবাণুমুক্ত করার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছিল নবান্ন।

বিভিন্ন সময় সংক্রমণের ঝুঁকি এড়াতে জীবাণুমুক্তকরণের কাজ করা হয়েছে ৷ সেইমতো মাঝেমধ্যেই বন্ধ রাখা হয়ে থাকে রাজ্যের প্রধান এই প্রশাসনিক ভবনকে। বেশিরভাগ ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির আগে বা পরে নবান্ন বন্ধ রেখে জীবাণুমুক্তকরণের কাজ চলে।

তবে জীবাণুমুক্ত করার দোহাই দিয়ে বিশেষ বিশেষ দিনে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য রাজ্যের প্রধান সচিবালয় বন্ধ রাখা হয় বলে অভিযোগ বিরোধীদের। বিজেপির নবান্ন অভিযানের দিনও বন্ধ রাখাকে কেন্দ্র করে এই অভিযোগ আরও জোরালো হয়। এই মুহূর্তে রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমতাবস্তায় আজ নবান্ন বন্ধ রাখার কথা বৃহস্পতিবার ঘোষণা করে রাজ্য সরকার। শুক্রবার জীবাণুমুক্ত করার জন্য বৃহস্পতিবার রাতে কেন নবান্ন বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করা হল তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*