বনধের বিরুদ্ধে নির্দেশিকা জারি নবান্নের, কোনও সরকারি কর্মচারীরা শুক্রবার নিতে পারবে না ছুটি

Spread the love

চিরন্তন ব্যানার্জি, কলকাতাঃ বুধবার মধ্য রাতে আরজি কর হাসপাতালে হামলা চালানোর ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ঘন্টার ধর্মঘটের ডাক দেয় এসইউসিআই। পাশাপাশি একই কারণে বিজেপির তরফ থেকে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে বৃহস্পতিবার বিকালে বনধের বিরুদ্ধে নির্দেশিকা জারি করল নবান্ন।
নবান্নের তরফে এক নির্দেশিকায় সরকারি কর্মীদের জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার সরকারি কর্মচারীদের কেউ ছুটি নিতে পারবেন না, বাধ্যতামূলকভাবে অফিসে আসতে হবে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে একথাও জানানো হয়েছে, কেউ ছুটি নিলে তাঁর চাকরি জীবন থেকে একদিন কাটা যাবে। এছাড়াও এদিন পরিবহণ দফতরের তরফেও নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধেয় ৬টা পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।

বনধের বিরুদ্ধে নির্দেশিকা জারি নবান্নের
বনধের বিরুদ্ধে নবান্নের জারি করা নির্দেশিকা

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে মহিলাদের ডাকে ‘রাতের দখল’ নামক এক শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দেওয়া হয়, সেই কর্মসূচি শুরু হতেই যেভাবে একদল যুবক যুবতীরা আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে তাণ্ডব চালায়, তাঁরই প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে এসইউসিআই। একই দিনে রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, শুক্রবার বেলা দুটো থেকে চারটে পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করবেন তাঁরা। তবে এই প্রতিবাদ হবে প্রতীকী। বিকেলের পর হাতে মোমবাতি নিয়ে মহিলা মোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*