ডেঙ্গু সচেতনতা নিয়ে জরুরী বৈঠক নবান্নে

Spread the love

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা বাড়ালো রাজ্যে। আজ নবান্নে এই নিয়ে এক জরুরী বৈঠক ডাকে রাজ্য সরকার। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতা কর্পোরেশনের মহানাগরিক ফিরহাদ হাকিম, নতুন কমিশনার অফ পুলিশ অনুজ শর্মা, বিধাননগরের মেয়র সবস্যাচী দত্ত, সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকগন।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডেঙ্গু সচেতনতা বাড়াতে বেশি বেশি প্রচার করতে হবে। বিজ্ঞাপনও দিতে হবে বেশি বেশি। কর্পোরেট সেক্টরকেও বলতে হবে এই সামাজিক সচেতনতা প্রচারে যাতে এগিয়ে আসে। মানুষকে সচেতন করতে হবে। তিনি আরোও বলেন PWD, irrigation, ফিশারিস দফতরগুলি ছাড়াও কর্পোরেশন ও পুরসভা গুলিকেও বলুন কাজ শেষ হয়ে গেলে গর্ত বুজিয়ে ফেলতে হবে। কারণ ওখানে জল জমে। পুরসভার এবং নগরোন্নয়ন দফতরকে ড্রেনেজ গুলো পরিস্কার রাখতে হবে।

ওয়াটার বডিতে মাছ ছাড়তে হবে। সল্টলেকে তো গতবার ডেঙ্গু বেশি হয়েছিল। আমরা সব বিষয়ে নজর রাখছি সরকারের পক্ষ থেকে। ছোট ছোট মাছ যেন জলাভূমি গুলিতে ছেড়ে দেয়। স্বাস্থ্য দফতর দরকার পড়লে খরচ করবে। পিএইচ ই, পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতরকে সঙ্গে নিয়ে আমাদের আরোও সক্রিয় হতে হবে।

এদিনের বৈঠকে যোগ দিতে নবান্নে আসেন নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা।

দেখুন ভিডিও-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*