সোমবারের বনধ মোকাবিলার প্রস্তুতি নিয়ে রবিবার রাতে বৈঠক করলেন মুখ্যসচিব। ভার্চুয়াল ওই বৈঠকে ডিজি, কলকাতার পুলিস কমিশনার, জেলাশাসক ও পুলিস সুপাররা অংশ নেন। মুখ্যসচিবের নির্দেশ, সোমবার রাজ্যে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রাখতে হবে। কোথাও কোনও জমায়েত, কাজে বাধা বরদাস্ত করা হবে না।
এদিন সন্ধ্যায় রাজ্যপুলিসের ডিজি মনোজ মালব্য বলেন, সোমবার রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে। সরকারি, বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান, দোকান, বাজার সব চালু থাকবে। জোর করে বনধ করতে গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা পুলিসও বনধ মোকাবিলায় প্রস্তুত। সূত্রের খবর, লালবাজারে অতিরিক্ত বাহিনী মজুত থাকবে। সমস্ত ডিসিকে সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতা পুলিস এলাকায় কোনও জমায়েত করতে দেওয়া হবে না। জমায়েত হলেই পুলিসকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে। লালবাজারের আরও নির্দেশ শহর শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে হবে। সকাল থেকেই শহরের সর্বত্র চলবে পুলিসি টহলদারি।
Be the first to comment