রাজ্যে বাড়ছে অক্সিজেনের চাহিদা । এই মুহূর্তে সেই চাহিদা মেটাতে ৫৫টি নতুন অক্সিজেন প্ল্যান্ট দ্রুতগতিতে তৈরি করতে চায় রাজ্য সরকার । আর সে কারণেই শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরে চিঠি দেওয়া হল। এই চিঠিতে এই পঞ্চান্নটি অক্সিজেন প্ল্যান্ট দ্রুত গতিতে তৈরির জন্য অনুরোধ করা হয়েছে।
রাজ্যে অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে ৯০টি নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য চিঠি দিয়েছিলেন। সম্প্রতি তার মধ্যে ৫৫টিকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কলকাতা এবং জেলা মিলিয়ে এই ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে।
ইতিমধ্যেই কোথায় কোথায় এই প্ল্যান্ট গুলো তৈরি হবে, তাই নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব । এরপর যুদ্ধকালীন তৎপরতায় এই অক্সিজেন প্ল্যান্টগুলোকে তৈরির জন্য উদ্যোগ নেওয়া হল । নবান্ন সূত্রে খবর, জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমেই এই ৫৫টি প্ল্যান্ট তৈরি হবে । যাতে রাজ্যের বেশি সংখ্যক মানুষ এর থেকে উপকার পান, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে এবং দ্রুত গতিতে এই কাজ শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।
Be the first to comment