গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসী। প্যাচপ্যাচে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে রাতের ঘুমের ব্যাঘাত ঘটল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের শোয়ার ঘরের এসি একপ্রকার বিকল হয়ে গিয়েছে। সেটি চালালেই ভিতর দিয়ে গরম হাওয়া বেরিয়ে আসছে। যার ফলে ঘুম ঠিকমত হয়নি রাজ্যপালের।সমস্যার কথা পৌঁছেছে নবান্নেও।
আর তারপরই তড়িঘড়ি রাজ্যপালের মুশকিল আসানে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়। রাজভবনের সমস্যার কথা নবান্ন অবধি পৌঁছতেই পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের গোটা বিষয়টি জানানো হয়। সূত্রের খবর, সিভি আনন্দ বোসের শোয়ার ঘরের পুরনো এসিটি খুলে ফেলে নতুন এসি লাগানোর নির্দেশ দিয়েছে নবান্ন।
এসি থেকে গরম হাওয়া বেরোনোয় প্রথমে রাজভবনের কর্মীরা মনে করেছিলেন, ওই এসিটি পুরনো হয়ে যাওয়ার কারণে হয়তো বাতানুকূল যন্ত্রের গ্যাস শেষ হয়ে গিয়েছে। তাই আবার নতুন করে গ্যাস ভরে দেওয়া হয়। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। এরপর মিস্ত্রি ডেকে ওই এসি মেশিনটি সারানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারপরেও গরম হাওয়া বেরোনো বন্ধ হয়নি। নবান্নে রাজভবনের সমস্যার কথা পৌঁছতেই সমস্যার সমাধান হয়।
Be the first to comment