পিছিয়ে পড়া জেলা নিয়ে সংঘাতের পর কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ রাজ্য সরকারের। মাও প্রভাবিত প্রতি জেলার জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে মাত্র ১ কোটি টাকা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি এলো রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে। বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই রাজ্যের মাওবাদী প্রবণ জেলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের মুখ্যসচিব মলয় কুমার দে – কে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে মাও প্রবণ জেলাগুলির উন্নয়নের ক্ষেত্রে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিয়মানুসারে উন্নয়নের কাজে কেন্দ্রীয় সরকার দেবে ৬০% টাকা , বাকি ৪০ শতাংশ টাকা দেবে রাজ্য সরকার। নির্দিষ্ট প্যারামিটার অনুসারে কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় ৫০ লক্ষ টাকার মতো। সেখানেই এই ধরনের জেলাগুলির উন্নয়নের জন্য এক কোটি টাকা, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রের এই ভূমিকায় হতবাক রাজ্য। ক্ষুদ্ধ রাজ্য সরকার।
মাওবাদি অধ্যুষিত প্রতি জেলার জন্য এক কোটি করে এই টাকাও নেবে না রাজ্য, জানিয়ে দেবে কেন্দ্রকে।
নবান্ন সূত্রের খবর
Be the first to comment