এবার নবান্নের নিরাপত্তা আরও জোরদার করতে পদক্ষেপ প্রশাসনের। মেট্রো রেলের আদলে তৈরি করা হবে প্রবেশদ্বার। সেখানে প্রবেশ যেমন ব্যবহার করা হয় টোকেন বা বিশেষ কার্ড। নবান্ন সূত্রের খবর, এবার থেকে নবান্নে প্রবেশ করতেও লাগবে এই ধরনেরই বিশেষ কার্ড বা টোকেন। পূর্ত দফতরের সিভিল বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এই স্মার্ট গেট বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
নবান্নের নিরাপত্তার স্বার্থে নবান্নে প্রবেশের পিছনের দরজায় জোর কদমে গেট বসানোর কাজ শুরু হয়েছে। এতদিন নবান্নে প্রবেশ দ্বারগুলোতে বায়োমেট্রিক মেশিন বসানো থাকত। কর্মীরা সেখানে আঙুলের ছাপ দিয়ে অফিসে ঢুকতেন। সেই ব্যবস্থা থাকবে। এরই পাশপাশি এবার থেকে স্মার্ট গেটও ব্যবহার করা হবে ।
রাজ্যের সচিবালয় নবান্ন। এখানেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও অন্যান্য শীর্ষ আমলাদের দফতর। এছাড়াও নবান্নে নিয়মিত ভাবে আসেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। জাতীয় স্তরের বিশিষ্টরাও অনেক সময় আসেন। এছাড়াও এখানে আসেন বিদেশি কূটনীতিক। সচিবালয়ের সুরক্ষা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । বিশেষ করে সম্প্রতি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক ব্যক্তির হঠাৎ করে প্রবেশ পুলিসকর্তাদের চিন্তা বাড়িয়েছে। এরপরেই পুলিস কর্তারা নবান্নের সর্বত্র ঘুরে নয়া সুরক্ষা ব্যবস্থার নীল-নকশা তৈরি করেছেন।
Be the first to comment