নবান্ন অভিযানে ধৃতদের ছাড়াতে আইনি ও আর্থিক সাহায্য ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Spread the love

অমৃতা ঘোষ:-

নবান্ন অভিযানে ধৃতদের ছাড়াতে আইনি এবং আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের চার নেতাকে গ্রেপ্তার করেহে পুলিশ। এরপরই শুভেন্দু অধিকারী পালটা জানালেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। তার জন্য যা আইনি ব্যবস্থা লাগে এবং যত অর্থ খরচ হয়, তা বহন করবেন তিনিই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যদি আন্দোলনকারীদের মারধর করা হয় তবে তিনি পথে নামবেন। দরকার হলে অবরোধ করবেন।
মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার সরাসরি আইনি সাহায্যের কথাও জানান তিনি। সোমবার রাত থেকে নিখোঁজ হয়ে যান নবান্ন অভিযানের আহ্বয়াক ছাত্র সমাজের চার নেতা। পরে পুলিশ জানায়, নবান্ন অভিযানের সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর পরই ধৃতদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করার কথা জানিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার সকালে শুভেন্দু বলেন, ‘অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাঁদের আমি ছাড়াবো। যা যা আইনি ব্যবস্থা দরকার, তার জন্য যা খরচ হবে সবটাই আমরা বহন করব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*