নবান্ন সভা ঘরের সামনে জুনিয়র ডাক্তারদের ৩০ জনের প্রতিনিধি দল এলেন

Spread the love

রোজদিন ডেস্ক :-

জুনিয়র চিকিৎসকদের বাস এসে পৌঁছালো নবান্ন। এক এক করে নামছেন ৩০ জন জুনিয়র চিকিৎসক। সকলে মিলে উই ওয়ান্ট জাস্টিস বলে নবান্নের দিকে হেঁটে চলেছেন। ৩০ জনের প্রতিনিধি দল ঢুকছেন নবান্নে। নবান্নের একদম সভাঘরের সামনে তারা নাম নথিভুক্ত করছেন এক এক করে। জানা যাচ্ছে ৩০ জনই অনুমতি পেয়েছেন নবান্ন সভাঘরে বৈঠকে যাওয়ার জন্য।

আজ বিকেল পাঁচটায় তাদেরকে নবান্নে প্রস্তুত থাকার কথা বলা হয়েছিল। নবান্ন থেকে প্রথমে ১৫ জন জুনিয়র চিকিৎসকদের আসার জন্য অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু তারপরেও জুনিয়র ডাক্তাররা তিরিশ জনের প্রতিনিধিদল নিয়ে ঢোকার দাবি জানান এবং তাদের সেই দাবি নবান্ন থেকে মেনে নেওয়া হয়। তবে এখনো জুনিয়র ডাক্তাররা তাদের দাবিতে অনড় যে  তাদের এই বৈঠকের লাইফ স্ট্রিমিং করতে হবে। কিন্তু এই দাবি এখনো মেনে নেওয়া হবে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তবে প্রশাসন এই  লাইভ স্ট্রিমিং অনুমতি এখনো দিচ্ছেন না বলে নবান্ন সভাঘরের বাইরে জুনিয়র ডাক্তাররা এখনো তাদের নিজেদের মধ্যে বৈঠক করছেন। জুনিয়র চিকিৎসকরা সভাঘরের বাইরে জিবি বৈঠক করে জানিয়ে দিয়েছেন লাইভ স্ট্রিমিং না করলে তারা এই বৈঠকে বসবেন না , হয়তো তারা আবার ফিরে যাবেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে স্পষ্টই যে লাইভ স্ট্রিমিং হবে না, ভিডিও রেকর্ডিং করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*