নবরাত্রি দূর্গাপুজো

Spread the love

মাসানুর রহমান –

হাওড়ার রামরাজাতলার ভট্টাচার্য বাড়িতে নবরাত্রিতে দূর্গাপুজো একেবারে আলাদা ধারায় চলে আসছে। প্রতিপদের দিন ঘটস্থাপন করা হয় তারপর ৭ দিন ধরে চলে চন্ডীপাঠ। ৯ দিনের মাথায় ৯ টি কুমারী পুজো করা হয় এবং ৯ দিনই বাড়িতে পুজোর প্রধান উদ্যোক্তারা উপোসে থাকেন। কুমারী পুজোর পর শুরু হয় এক বিশাল যজ্ঞ। ‘মহিধ্যাম’ এই বাড়ির পুজোর প্রথম আয়োজন করেছিলেন বাড়ির কর্তা দুইভাই অমল ভট্টাচার্য ও নির্মল ভট্টাচার্য। তাঁদের সাথে বর্তমানে সেই পরম্পরাতেই পুজোর আয়োজন করেন অনির্বান ভট্টাচার্য ও নিলেশ ভট্টাচার্য।

অনির্বান ভট্টাচার্য বলেন ‘বাবার গুরুজী বারানসীর কাশি বিশ্বনাথ মন্দিরের তাঁর উপদেশেই এই পুজো শুরু হয়। এ পুজো আমাদের অত্যন্ত আনন্দের মধ্যে দিয়ে কাটে। বুঝে উঠতেই পারিনা কোথা থেকে ৯ দিন কেটে যায়। আবির খেলা শেষে বিসর্জনের পর আবার অপেক্ষা করি পরের বছরের জন্য।’

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*