গুলাম নবি আজাদকে ঢুকতেই দেওয়া হলো না শ্রীনগরে, ঘটনার তীব্র নিন্দা করলো কংগ্রেস

Spread the love

বৃহস্পতিবার কাশ্মীরের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল কাশ্মীরের কংগ্রেস নেতা তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের ৷ আর তাঁকেই ঢুকতেই দেওয়া হল না শ্রীনগরে ৷ এদিন বিমানবন্দরেই আটকে দেওয়া হল গুলাম নবি আজাদকে ৷ এদিন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন, আমরা কাশ্মীরিদের এগিয়ে নিয়ে যাবো আলিঙ্গন করে ৷ বুলেট দিয়ে নয় ৷ কিন্তু বর্তমানে কাশ্মীরের অবস্থা কনসেনস্ট্রেশন ক্যাম্পের মতো ৷ মোবাইল কানেকশন নেই, ইন্টারনেট নেই, অমরনাথের তীর্থযাত্রীরা নেই। কী হচ্ছে ওখানে?

গুলাম নবি আজাদকে ঢুকতে না দেওয়ার ঘটনায় কেন্দ্রের বক্তব্য, আমরা সব পরিস্থিতির দিকে নজর রাখছি ৷ উনি (গুলাম নবি আজাদ) কাশ্মীরে ঢুকলে সমস্যা হতে পারে ৷ ওঁকে নিরাপদে রাখার দায়িত্ব রাজ্য প্রশাসনের ৷ ওঁকে নিরাপদ স্থানে রাখবে নাকি দিল্লি ফেরত পাঠাবে, সম্পূর্ণ রাজ্য প্রশাসনের বিষয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*