শেষ মুহূর্তে বিজু জনতা দলের সমর্থন পেল এনডিএ। নবীন পট্টনায়েককে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং নীতীশ কুমার ফোন করার পর অনেকটাই এগিয়ে গেলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদপ্রার্থী জেডি (ইউ)-এর হরিবংশ নারায়ণ সিং। নবীন পট্টনায়েক জানিয়েছেন, সাংবিধানিক পদে ঐকমত্য হওয়াই বাঞ্ছনীয়। আপ-ও জানিয়ে দিয়েছে, রাহুল গান্ধি তাদের ফোন করে অনুরোধ না জানানোয় তাদের তিন সদস্য ভোটদানে বিরত থাকবেন। শিবসেনাও জানিয়েছে, তারা এনডিএ প্রার্থীকেই সমর্থন করবে। তাঁকে সমর্থনর জন্য চারটি প্রস্তাবের একটি শিবসেনাই পেশ করবে। ফলে কংগ্রেসের প্রার্থী বি কে হরিপ্রসাদের জয় অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল। বৃহস্পতিবারের এই ভোটে রাজ্যসভার ২৪৪ আসনের মধ্যে জিততে দরকার ১২৩। কয়েকটি দল ভোটদানে বিরত থাকতে পারে বলে গরিষ্ঠার সংখ্যাও কমে যাবে। ফলে সুবিধা হবে এনডিএ-র। রাজ্যসভায় সংখ্যালঘু এনডিএ এই প্রথম তাদের পক্ষে ফল নিয়ে যেতে পারবে।
Be the first to comment