প্রতি বছরই একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে গিটার হাতে হাজির থাকেন তিনি।
গান ধরেন— “তুমি আসবে বলে…”, “এক দিন ঝড় থেমে যাবে…”! এ বছরও তৃণমূলের শহিদ তর্পণ সমাবেশে তার অন্যথা হচ্ছে না। ধর্মতলার মঞ্চে সশরীরে হাজির থাকবেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তবে আমন্ত্রিত থাকলেও আরেক গায়ক কবীর সুমন সম্ভবত যাচ্ছেন না একুশের মঞ্চে।
নচিকেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। নচিকেতার কথায়, “মুখ্যমন্ত্রী আমায় ডেকেছেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমি ওই দিন মঞ্চে যাব।” তবে ওইদিন বিশেষ পারফরম্যান্সের পরিকল্পনা রয়েছে কিনা তার জবাবে শিল্পী বলেন, ‘‘আমার আগে থেকে কোনও প্ল্যান থাকে না। ওখানে গেলে দেখা যাবে।’’
তবে নচিকেতা থাকলেও সুমন থাকছেন না ২১ জুলাইয়ের মঞ্চে। কারণ তাঁর স্বাস্থ্যর কথা বলেন গায়ক। সুমনের কথায়, “আমার শরীরের যা হাল, তাতে ওই ধরনের ধকল নেওয়া সম্ভব নয়। আমার ৭৫ চলছে। এই জীবনসায়াহ্নে আমি সম্পূর্ণ ভাবে নিবেদিত বাংলা ভাষায় খেয়ালগান বা বন্দিশ রচনা, গাওয়া ও কিছুটা শেখানো নিয়ে। এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বময় কাজ। আমার মা-ভাষার সেবা।’’
Be the first to comment