স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি আবারও নিজের করে নিয়েছেন। রজার ফেডেরার র্যাঙ্কিং-এ শীর্ষে ছিলেন কিন্তু সদ্য সমাপ্ত মিয়ামি মাস্টার্সে যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি হারিয়েছেন তিনি।
ইসনারের কাছে মিয়ামি মাস্টার্সে পরাজিত হওয়াত জন্য নাদালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন ফেডেরার। ক্যারিয়ারে প্রথমবারের মত মাস্টার্স ইভেন্টে চ্যাম্পিয়ান হওয়ার জন্য ইসনার আট ধাপ উন্নীত হয়ে নবম স্থানে উঠে এসেছেন।
শীর্ষ ৫ এটিপি বিশ্ব র্যাঙ্কিং :
১. রাফায়েল নাদাল (স্পেন) ৮৭৭০ রেটিং পয়েন্ট
২. রজার ফেডেরার (সুইজারল্যন্ড) ৮৬৭০
৩. মারিন সিলিচ (ক্রোয়েশিয়া) ৪৯৮৫
৪. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৪৯২৫
৫. গ্রিগর দিমিত্রভ (বুলগেরিয়া) ৪৬৩৫
ফাইল ছবি
Be the first to comment