নিহত দলীয় কর্মীদের জন্য তর্পণ, রাজ্যে আসছেন নাড্ডা

Spread the love

মহালয়াকে সামনে রেখে জনসংযোগে জোরদার করতে তৎপর গেরুয়া শিবির । দুর্গাপুজোর আগে তাই মহালয়ার ভোরে বিশেষ তর্পণ কর্মসূচিতে যোগ দিতেই আজ রাজ্য সফরে আসছেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। মূলত, বিজেপির ৮০ টি শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কাল ভোরে তর্পণ কর্মসূচিতে অংশ নিতেই তাঁর রাজ্যসফর ৷ ‘শহিদ’ পরিবারের সদস্যদের সঙ্গে তর্পণ করা ছাড়াও পুজো উপলক্ষ্যে তাঁদের হাতে নতুন জামা কাপড়ও তুলে দেবেন ৷ বিজেপি সূত্রে খবর, আজ দুপুর ১টা ৩০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি । এরপর নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে যান । সেখানে বিশ্রামের পর বিকেল ৪টে নাগাদ সল্টলেকের EZCC-এর একটি প্রেক্ষাগৃহে পৌঁছাবেন । সেখানে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবেন । সংশ্লিষ্ট আলোচনা সভায় দলের বাছাই করা প্রতিনিধিদের ডাকা হয়েছে ৷ আমন্ত্রণ জানানো হয়েছে বুদ্ধিজীবি থেকে শুরু করে সমাজের বিশিষ্টদেরও ৷

অন্যদিকে, আজ রাতে নিউটাউনের এই প্রেক্ষাগৃহে সন্ধ্যায় বৈঠকে করবেন ৷ রাজ্যের সাংগঠনিক রিপোর্ট নেবেন । বৈঠক করবেন বিজেপির কোর টিম, রাজ্য কমিটির সদস্য, বিজেপিরর সমস্ত বিধায়ক ও সাংসদ, পর্যবেক্ষক, মোর্চা ও সেলের পদাধিকারীদের সঙ্গে ৷ দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মহালয়ার তিথিতে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে তর্পণ করতেই নাড্ডার এই রাজ্য সফর । এ ছাড়াও তিনি সাংগঠনিক বৈঠক করবেন ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*