মমতা নিজে কিছু করেন না, সব নকল করেন৷ অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার৷ তিনি এদিন এও বলেন, ‘মা বেঁচে থাকবে না, মাটিও রক্ষা পাবে না। এই বিষয় মমতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ জোড়া পরিবর্তন যাত্রার সূচনা করতে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আজ মঙ্গলবার দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছন তিনি ৷ তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা এবং পরিবর্তন যাত্রার সূচনা করেন নাড্ডা ৷
তারাপীঠের সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন,মমতা নিজে কিছু করেন না, সব নকল করেন৷ মোদিজির প্রকল্পের নাম বদলে রাজ্যের বলে চালাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে বাংলার আবাস যোজনা। সড়ক যোজনার নামও বদলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত। বিজেপি ক্ষমতায় এসে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে। কিষাণ সম্মান নিধির সুবিধা নিচ্ছেন দেশের ১১ কোটি কৃষক। বাংলার ৭৬ লক্ষ কৃষক কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত। মোদিজি টাকা পাঠান, কিন্তু সেই টাকা গরিবের কাছে পৌঁছয় না। সেই টাকা যায় তৃণমূল নেতাদের পকেটে।
লালগড়ের সভা থেকে জেপি নাড্ডা বলেন,‘জয় শ্রীরাম স্লোগান দিলেই মমতা রেগে যান। অন্যদিকে তোষণের রাজনীতি করে যাচ্ছেন মমতা। ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন।’ চাল চোর, ত্রিপল চোর, গরু চোর সব বাংলায়। বাংলায় সংস্কৃতির অপমান করছেন মমতা। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা মমতা। বিজেপির পরিবর্তন যাত্রা বাংলায় পরিবর্তন আনবে।
অনদিকে অনুব্রত মণ্ডলের দাবি, তারাপীঠে নাড্ডার সভায় এক হাজার মানুষ এসেছে৷ বিজেপি শুধু মিথ্যা কথা বলে৷ এই রাজ্যে যা উন্নয়ণ হয়েছে,তা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এসেছে ৷
এছাড়া সভার আগে অনুব্রত মণ্ডল বলেছেন, বিজেপি বলছে, খেলা শেষ হয়ে গিয়েছে। তাদের দলের কেউ বলছেন খেলা তারাই শেষ করবে। এনিয়ে চ্যালেঞ্জ জানিয়ে অনুব্রত মণ্ডল বলেন, খেলা তো এখনও শুরুই হয়নি। তাহলে খেলা শেষ হল কী করে। তিনি দাবি করেন, ফাইনালে জিতবে তৃণমূলই।
Be the first to comment