লালগড়ে আদিবাসী মহিলাদের সুরক্ষার অঙ্গীকার নাড্ডার

Spread the love

আগের লালগড় আর নেই । আতঙ্কের ছবিটা এখন অনেকটাই বদলেছে । জনসাধারণের কমিটিরও সিংহভাগটা মিশে গিয়েছে তৃণমূলে । জেল থেকে মুক্তি পেয়ে ছত্রধরও এখন ঘাসফুলে । এরই মধ্যে ভোটের আগে লালগড়ের মানুষকে কাছে টানতে মাঠে নেমে পড়েছে বিজেপি । পরিবর্তন যাত্রার কর্মসূচিতে আজ লালগড়ের মাটিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ।

তবে নামে পরিবর্তন যাত্রা হলেও এ হল আদতে বিজেপির ‘রথ’ যাত্রা । পরিবর্তন যাত্রার ট্যাবলোকেও সাজানো হয়েছে অনেকটা রথের আদলে । এরই মধ্যে তোপ দাগলেন জে পি নাড্ডা । লালগড়ে এসে জানিয়ে দিলেন, আদিবাসী সম্প্রদায় বঞ্চনার শিকার । বললেন, “রাজ্যে আদিবাসী মহিলারা সুরক্ষিত নন । কেন্দ্র আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য কম টাকায় চাল পাঠায়, কিন্তু রাজ্য তা দেয় না ।

নাড্ডা অভিযোগ করেন, মোদীর পাঠানো চাল চুরি করেছে তৃণমূল । এই সরকারকে উৎখাত করতে হবে, লালগড়ের সভা থেকে ডাক দিলেন নাড্ডা। জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়ে স্লোগান তুলে দিলেন, অনেক বলেছেন মমতা, পরিবর্তন চাইছে বাংলা। শুভেন্দু দলত্যাগী হওয়ার পর এখন তিনি তৃণমূল নেতাদের চক্ষুশূলে পরিণত হয়েছেন । আক্রমণ করতে কেউই বাদ যাচ্ছেন না ।

কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । সেখানে অভিষেককে বলতে শোনা গিয়েছিল, বাপকে গিয়ে বল, বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। যা করার কর। আয়। আর আজ লালগড় থেকে সেই নিয়েই অভিষেককে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । বললেন, বাংলার সংস্কৃতি নষ্ট করছে ভাইপো । বাংলায় রবীন্দ্রনাথ, অরবিন্দ, শ্যামাপ্রসাদের সংস্কৃতি স্থাপন হবে । মে মাসে বাংলায় পরিবর্তন হবেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*