শুধু করোনার টিকা নয়; তোলাবাজির বিরুদ্ধে টিকা লাগবে, চালচোরের বিরুদ্ধে টিকা লাগবে, কাটমানির বিরুদ্ধে টিকা লাগবে: জে পি নাড্ডা

Spread the love

ভোটমুখী বাংলায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার ডাক দিলেন BJP সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। করোনা টিকার প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার নৈহাটির সভায় নাড্ডার কটাক্ষ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সবার জন্য টিকা লাগবে।

প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, টিকা দেওয়ার কথা। শুধু করোনার টিকা নয়, তোলাবাজির বিরুদ্ধে টিকা লাগবে, চালচোরের বিরুদ্ধে টিকা লাগবে, কাটমানির বিরুদ্ধে টিকা লাগবে। এই টিকা আমরা তৈরি করব। কাটমানি, তোলাবাজি, তুষ্টিকরণ চলছে বাংলায়।’

উল্লেখ্য, বাংলার সমস্ত মানুষকে বিনামূল্যে করোনার টিকা দিতে চায় রাজ্য সরকার। এজন্য বেসরকারি সংস্থার থেকে টিকা কেনার অনুমতি চেয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে এদিন যে ভাষায় পালটা আক্রমণ শানালেন নাড্ডা, তা নয়া মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মমতাকে আক্রমণ করে নাড্ডা এদিন আরও বলেছেন, ‘বাংলার মানুষ পরিবর্তন যাত্রাকে আশীর্বাদ করেছে। তাঁরা সংকল্প নিয়েছেন, মমতাদির সরকারকে উৎখাত করে সোনার বাংলা গড়বেন। মোদীজি বাংলার উন্নয়ন করবেন। কথা কথা বলছি না। আমরা বলছি মানে করবই।’ BJP সভাপতির গলায় ফের আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে। তিনি এদিন ফের বলেছেন, ‘একুশে বাংলায় পদ্মফুল ফুটবেই। মমতাদিকে আরাম দিন, BJP-কে কাজ দিন।

এদিন সকালেও তৃণমূলকে নিশানা করেন নাড্ডা। তিনি বলেছেন, ‘কাটমানি, তোলাবজি থেকে বাংলাকে রক্ষা করতে হবে। বেআইনিভাবে কয়লা পাচার বন্ধ করা হবে। কাটমানি থেকে বাঁচিয়েই বাংলার উন্নয়ন করা হবে। কাটমানিমুক্ত সংস্কৃতি গড়া হবে।’ তাঁর দাবি, বাংলার পণ্যকে বিশ্বের বাজারে স্থান দেওয়া হবে। বাংলার গৌরবকে ফিরিয়ে আনা হবে। এদিনও তিনি বলেন, ‘ক্ষমতায় এসেই ৭ম বেতন কমিশন চালু করা হবে। মাওবাদী তৎপরতা বন্ধ করাও অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। অভিযোগ সুরে তিনি বলেছেন, ‘বাংলার গৌরব ধ্বংস করার চেষ্টা হয়েছে। সেই হৃতগৌরব পুনরুদ্ধার করাই BJP-র দায়িত্ব। বাংলা দেশকে আবার পথ দেখাবে।’ তাঁর আরও অভিযোগ, ‘রাজ্যে ডেঙ্গির তথ্য গোপন করা হচ্ছে, আগেও হত, কেন্দ্রের প্রতিনিধিদের পাঠিয়েও লাভ হয়নি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*