রাত পোহালেই নন্দীগ্রামের নির্বাচন। তার ঠিক আগে ধনেখালির জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেন, ‘প্রথম দফা নির্বাচনে ৮৯ শতাংশ মানুষ ভোট দিয়েছে। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে মানুষ পরিবর্তন চায়।’
এদিন রাজ্যে শিল্পায়ন নিয়ে সরব হন নাড্ডা। তিনি বলেন, ‘রাজ্যে একের পর এক শিল্প,কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে ডানলপ কারখানা খোলা হবে। কিন্তু তা খোলা হয়নি। তিনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। ‘
পাশাপাশি এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন নাড্ডা। তিনি বলেন, শুভেন্দু অধিকারী লড়াই করার জন্য ভবানীপুরে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে নন্দীগ্রামে গিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রিসভার প্রাক্তনের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন। সেক্ষেত্রে বড় নেতা কে?’ প্রশ্ন তোলেন নাড্ডা।
এদিন তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান নিয়েও সুর চড়াতে দেখা যায় নাড্ডাকে। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েথেন। খেলা শেষ, কমলে ছাপ, তৃণমূল সাফ।’
Be the first to comment