রাত পোহালেই বর্ধমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। হাইভোল্টেজ এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। গোটা শহরকে বিজেপির গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে একাধিক ওয়েলকাম গেট। লাগানো হয়েছে প্রচুর কাট আউট।
বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী জে পি নাড্ডার যে সফর সূচি সংবাদ মাধ্যমকে দিয়েছেন তাতে শনিবার সকাল ১১টায় তিনি পশ্চিম বর্ধমানের অণ্ডাল বিমান বন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে তিনি যাবেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাধাগোবিন্দ মন্দিরে।
সকাল ১১টা ৪০ নাগাদ তিনি ওই মন্দিরে পুজো দিয়েই জগনন্দপুর গ্রামের মাঠে কৃষক সুরক্ষা সভা করবেন। দুপুর ১২টা ৪৫ নাগাদ ওই গ্রামেই বাড়ি বাড়ি ঘুরে চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করবেন। দুপুর ১টা নাগাদ গ্রামেরই এক কৃষকের বাড়িতে দুপুরের আহার করবেন। দুপুর ২টো ৫ নাগাদ বর্ধমানে পৌঁছাবেন হেলিকপ্টারে। ৩টে ৫ নাগাদ তিনি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন।
এরপর সেখান থেকে সরাসরি চলে আসবেন বর্ধমান শহরের বীরহাট ঘড়ি মোড়ে। সেখান থেকে জি টি রোডে প্রায় ১ কিমি তিনি রোড শোয়ে অংশ নেবেন কার্জনগেট পর্যন্ত। রোড শো-এর শেষে তিনি চলে যাবেন নবাবহাট এলাকার অভিজাত একটি হোটেলে।
সেখানেই তিনি বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তিনি অণ্ডাল থেকে ফের দিল্লীর উদ্দেশ্যে রওনা দেবেন। এরই মাঝে ওই হোটেলে তিনি জেলার কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকও করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে।
এদিকে, নাড্ডার এই বর্ধমান সফরকে ঘিরে শুরু হয়েছে চুড়ান্ত বিভ্রান্তিও। কারণ নাড্ডার সফরসূচীতে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে তাঁর দুপুর ৩ টে ৫ নাগাদ পুজোর দেবার কথা জানানো হলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এব্যাপারে মন্দিরের কমিটির কাছে কোনওরকম বার্তাই পৌঁছায়নি।
অপরদিকে, জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাড্ডার এই রোড শো-এর জন্য ৪জন এসপি পদমর্যাদার পুলিশ অফিসার সহ প্রায় ২০০০ পুলিশ কর্মীকে নিযুক্ত করা হচ্ছে। বীরহাটা থেকে কার্জনগেট পর্যন্ত এই রাস্তার সঙ্গে সংযুক্ত অন্যান্য রাস্তাগুলিকে ওই সময়কালে অন্যদিকে ঘুরিয়ে দেবার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
যাতে নাড্ডার রোড শোয়ে হঠাত করেই কোনো গাড়ি বা কেউ ঢুকে পড়তে না পারে। এরই পাশাপাশি জেলা বিজেপি সূত্রে জানা গেছে, নাড্ডার এই বর্ধমান শহরে আসা, তাঁকে স্বাগত জানাতে ৬ হাজার গোলাপ, ৭ হাজার গাঁদা ফুলের চেন আনা হয়েছে। ৬ হাজার গোলাপ ফুলের পাঁপড়ি এবং ওই গাঁদা ফুলের পাপড়িকে ছডানো হবে।
Be the first to comment