বঙ্গ সফরে নাড্ডা; বিপুল মানুষের খাওয়া একসাথে; রাত থেকেই শুরু হয়েছে রান্না

Spread the love

বাংলা সফরে এসেছেন বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা। সাহাপুরের মাঠে এদিন বিপুল চাষির জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে রান্নাবান্নার বিশাল কর্মযজ্ঞ। ৩০ জন পুরুষ ও মহিলা কোমর বেঁধে রান্নার কাজে লেগে পড়েছেন। জানা গিয়েছে, যাঁরা রান্না করছেন, তাঁরা প্রত্যেকেই চাষি।

রাত থেকেই শুরু হয়ে গিয়েছে রান্নাবান্না। কৃষকদের সঙ্গে জে পি নাড্ডার সহভোজ কর্মসূচি উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। আড়াই কুইন্টাল মোটা আতপ চাল ও মুগের ডাল দিয়ে তৈরি হচ্ছে খিচুড়ি। খিচুড়িতে দেওয়া হচ্ছে মটরশুঁটি ও বাদামও। তার সঙ্গে থাকছে পাঁচ তরকারি। শিষ পালং, ক্যাপসিকাম, মূলো, বেগুন, গাজর দিয়ে তৈরি করা হচ্ছে সেই পাঁচ তরকারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*