দু’দিনের সফরে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে সফর শুরু করবেন তিনি । ২০২১-এর নির্বাচনকে পাখির চোখ করে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছেন তিনি।
বিজেপি সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর থেকে সোজা ওয়েস্টিন হোটেলে উঠবেন। সেখানে বিশ্রাম নেওয়ার পর সড়কপথে বিজেপির হেস্টিংস কার্যালয়ে পৌঁছাবেন । আজ দলের হেস্টিং কার্যালয়ের একটি কক্ষ, যেটি ২০২১-এর বিধানসভা নির্বাচনের ওয়ার রুম হিসেবে কাজ করবে , তার উদ্বোধন করবেন তিনি । এরপর বিজেপির হেস্টিংস অফিস থেকে ভার্চুয়াল মাধ্যমে নয়টি জেলার দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন।
তিনটে নাগাদ ভবানীপুর বিধানসভার গিরিশ মুখার্জি রোড থেকে তৃণমূলের বিরুদ্ধে “আর নয় অন্যায়” শীর্ষক দলীয় প্রচারপত্র নিয়ে অভিযান করবেন নাড্ডা। এরপর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীদের সঙ্গে চা খাবেন। সেখান থেকেই ৪টে ৩৫ নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর সন্ধে নাগাদ ICCR প্রেক্ষাগৃহে কলকাতার বস্তি অঞ্চলের মানুষ এবং দলের ভোট পরিচালনা করার জন্য বিশেষ কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন ।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে রেডিয়ো স্টেশন মাঠে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার এবং মথুরাপুরের সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । তারপর সরিষা রামকৃষ্ণ মিশনে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর । পরে রেডিয়ো স্টেশন মাঠেই মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন তিনি ।
Be the first to comment