কনভয়ে হামলার পর আজ সন্ধ্যায় নিউটাউনে সাংবাদিক বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে বুলেটপ্রুফ গাড়ির জন্যই বেঁচে গিয়েছেন বলে জানান তিনি।
শুনে নিন!
ক্লিক করুন নিচের লিঙ্কে!
তিনি কী বললেন?
বাংলায় আইনের শাসন নেই
রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে
বাংলায় এখন ভয়ের রাজত্ব
বাংলায় যে আইনের শাসন নেই তা আজকের ঘটনায় প্রমাণিত
আজকের ঘটনায় আট বিজেপি কর্মী আহত হয়েছে
একের পর এক গাড়িতে হামলা হয়েছে
বাংলার জন্য আমরা গর্ববোধ করেছি
এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ?
এটাই শ্যামাপ্রসাদের বাংলা ?
আগামী ভোটে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানাবে
সামনের ভোটে বিদায় নেবেন মমতা
২০০-এর বেশি আসন পাবে বিজেপি
যে ভাষায় মমতা আক্রমণ করছেন তা বাংলার সংস্কৃতি নয়
যে কোনও উপায়ে এই সরকারে বিদায় জানানোর জন্য আবেদন জানাচ্ছি
রাজ্যে গণতন্ত্রের মৃত্যু হয়েছে
রাজ্যে কাটমানি-সিন্ডিকেট-তোলাবাজির দৌরাত্ম্য চলছে
দুয়ারে দুয়ারে গেলেও আর কিছু হবে না
এত ভয় কেন ? মমতাকে প্রশ্ন নাড্ডার
তৃণমূলের সরকার চাল চোর সরকার, ত্রিপল চোর সরকার
এখানে কোনও বিতর্ক হবে না, এটাই কি মমতা চান ?
আজ রাজ্যের মানুষ ভীত, সন্ত্রস্ত
মুখ্যমন্ত্রী পদের গরিমা বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Be the first to comment