রাজনীতিতে আসবেন কঙ্গনা রানাউত এই জল্পনা বহুদিনের। বরাবরই মোদি ঘনিষ্ঠ অভিনেত্রী বিজেপির নীতির ওপর আস্থা রেখেছেন। সম্প্রতি মহারাষ্ট্রের ঘটনার সময়ে মোদি সরকারের পাশে থেকে উদ্ভব ঠাকরের সরকারের বিরোধিতা করতে দেখা গেছে তাঁকে। বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত নিজেই জানিয়েছেন যে সুযোগ পেলে ২০২৪ সালে লোকসভা ভোটে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি। এবার এই দাবির পরই কঙ্গনাকে বিজেপিতে স্বাগত জানালেন জে পি নাড্ডা। তবে সেটা শর্তসাপেক্ষে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা এবার রাজনীতির ময়দানে ব্যাটিং করতে চান। নমোকে প্রতিপক্ষহীন বলেই মনে করেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই তাঁর কথাবার্তায় আঁচ করা যাচ্ছিল যে তিনি হয়তো বিজেপিতে অফিশিয়ালি যোগ দেবেন।
সম্প্রতি একটি টক শো-তে তাঁকে প্রশ্ন করা হয়, রাজনীতির ময়দানে পা রাখা নিয়ে তিনি কী ভাবছেন? কঙ্গনা খুব শান্ত গলায় মিষ্টি হেসে উত্তর দেন, যদি হিমাচল প্রদেশের জনগণ তাঁকে মান্ডি থেকে প্রার্থী হিসেবে দেখতে চান, তা হলে সেক্ষেত্রে তাঁর কোনও আপত্তি নেই। এই প্রসঙ্গে পার্টির ইচ্ছেকেই গুরুত্ব দেন অভিনেত্রী। এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কঙ্গনা রানাউতকে দলে যোগদানের জন্য স্বাগত জানান। তবে এর পাশাপাশি শর্ত বেঁধে দেন নাড্ডা।
শুধুমাত্র ভোটের টিকিট পাওয়ার জন্য দলে যোগদান করা বিজেপি সমর্থন করে না, আকারে ইঙ্গিতে যেন সেটাকেই বোঝাতে চান তিনি। সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছে প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল দলে যোগ দিলেই কি তবে নির্বাচনে লড়ার টিকিট পেয়ে যাবেন কঙ্গনা? এ প্রশ্নের জবাবেই নাড্ডা শর্ত বেঁধে দিয়েছেন। তিনি জানান, লোকসভা ভোটের লড়ার টিকিট পাবেন কিনা, এ বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না।
Be the first to comment