কাটমানি ইস্যুতে পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত বিজেপি

Spread the love

একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর চালানোর অভিযোগ। ঘটনায় অভিযোগের তির বিজেপির কর্মী ও সমর্থকদের দিকে। নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাপুজি নগরের ঘটনা। সূত্রের খবর, নদিয়ার বাদকুল্লা-২ পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শনিবার সন্ধেয় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। অভিযোগ, গতকাল উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় তাঁর বাড়িতে ভাঙচুর হয়। এক মহিলাসহ শিশুকে মারধরের পাশাপাশি লুটপাট চালানো হয়।

জানা গেছে, পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রকে ব্যবহার করে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। সেইসঙ্গে পঞ্চায়েতের মাছের ভেড়ি, সৌরবাতি, ঋণ প্রদান সহ একাধিক প্রকল্প থেকেও কাটমানি নিয়েছেন উজ্জ্বলবাবু। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বলবাবু। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি এই হামলা চালিয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা প্রত্যেকে বহিরাগত।

অন্যদিকে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । তাদের দাবি, ঘটনাটি প্রতারিত গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*